ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বন্দী’ করার পর এবার কলম্বিয়া ও কিউবার প্রেসিডেন্টদ্বয়কে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ জানুয়ারি) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পেত্রো বলেছিলেন, তাদের প্রতিবেশী ভেনিজুয়েলার উপর মার্কিন হামলা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। এই মন্তব্যের পর ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পেত্রোর কোকেন কারখানা রয়েছে। সেখানে তিনি কোকেন তৈরি করেন। আর ওই কোকন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান। তাই আগামীতে তার কর্মকাণ্ডের উপরও নজর রাখতে হবে।
গত বছর থেকেই ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে অবৈধ মাদকের অভিযোগ করে এসেছেন; যার সূত্র ধরে শুক্রবার রাতে দেশটিতে অভিযান চালানো হয়।
ওই সংবাদ সম্মেলনে কিউবাকে ব্যর্থ জাতি হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। একইসাথে দেশটির অর্থনৈতিক অবক্ষয় ও দুর্ভোগের জন্য শাসকশ্রেণিকে দায়ী করে সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, কিউবার জনগণ বহু বছর ধরে দুঃখ-দুর্দশায় রয়েছে। সেজন্য আমি মনে করি, কিউবায় এমন কিছু ঘটছে, যার জন্য শেষ পর্যন্ত আমাদেরই কথা বলতে হবে।
তিনি আরো বলেন, আমরা কিউবার জনগণকে সাহায্য করতে চাই। এমনিভাবে এমন কিউবাবাসীকেও সহায়তা করতে চাই, যারা স্বদেশ থেকে দেশান্তরিত হয়ে ফ্লোরিডায় নির্বাসনে রয়েছে।
উল্লেখ্য, ফ্লোরিডায় একটি বিশাল প্রবাসী কিউবান সম্প্রদায় রয়েছে, যারা দ্বীপের কমিউনিস্ট সরকারের তীব্র বিরোধিতার জন্য সুপরিচিত।
সূত্র : আনাদোলু এজেন্সি



