দু’টি তেলবাহী ট্যাঙ্কার জব্দের দু’ দিন পর আবারো ভেনিজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। দেশটির ওপর সৃষ্ট চাপ অব্যাহত রাখতেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে ক্যারিবীয় অঞ্চল থেকে ওই ট্যাঙ্কারটি জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার তেল পরিবহনের কারণে ট্যাঙ্কারটি আগে থেকেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় ছিল।
দু’ দিন আগেই যুক্তরাষ্ট্রের বাহিনী দু’টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল, যার মধ্যে রুশ পতাকাবাহী মারিনেরা নামে একটি তেলবাহী ট্যাঙ্কারও ছিল। ট্যাঙ্কারটি আগে বেলা-১ নামে পরিচিত ছিল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজটির নাবিকদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ার অভিযোগে তদন্ত চলছে এবং অভিযোগ দায়ের করা হবে।
রাশিয়া এই জব্দকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে জাহাজে থাকা নাবিকদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে।
সূত্র : আলজাজিরা



