আকিজ প্লাস্টিকস নিবেদিত ‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু

আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ঢাকা মহানগরীর অডিশন অনুষ্ঠিত হবে গুলশানস্থ মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে।

নয়া দিগন্ত অনলাইন
‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর বিভাগীয় রাউন্ডের অডিশন
‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর বিভাগীয় রাউন্ডের অডিশন |নয়া দিগন্ত

মাহে রমজানে কিডস ক্রিয়েশন টিভির কুইজ কনটেস্ট আকিজ প্লাস্টিকস নিবেদিত-‘জিনিয়াস কিডস-২০২৬-সিজন-৩’ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু হয়েছে।

১৪ জানুয়ারি সকাল ১০টায় বিভাগীয় রাউন্ডের উদ্বোধনী কথা ও দিক নির্দেশনা প্রদান করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ।

প্রথম দিনে বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার এবং দ্বিতীয় দিনে দায়িত্ব পালন করেন কবি ও গীতিকার নাঈম আল ইসলাম মাহিন। এছাড়াও দায়িত্ব পালন করেন কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান। প্রডিউসার মিরাদুল মুনীম, মাজেদুর রহমান হাসু, ব্রডকাস্ট এক্সিকিউটিভ হাফিজুর রহমান, অ্যাকাউন্টস ওবায়দুল্লাহ নিজামী ও জিয়াম কাদের।

প্রথম দিনে অনুষ্ঠিত হয় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ ও দ্বিতীয় দিনে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের অডিশন।

আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ঢাকা মহানগরীর অডিশন অনুষ্ঠিত হবে গুলশানস্থ মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে।

অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই-ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট।