খাদ্য উপদেষ্টা

দেশে ইতিহাসের সর্বোচ্চ ২০ লাখ টন খাদ্যশস্যের মজুদ

বর্তমানে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল, দুই লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন গম এবং ৯৭ হাজার ৪০৯ মেট্রিক টন ধান সরকারি সংগ্রহে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার |ইন্টারনেট

দেশে বর্তমানে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি জানান, সরকারি গুদামগুলোতে এখন প্রায় ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য জমা রয়েছে।

আজ রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শোকের কারণে ১ জানুয়ারির নির্ধারিত এই সংবাদ সম্মেলনটি পিছিয়ে আজ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা জানান, চলতি বছরের ১ জানুয়ারিতে খাদ্যশস্যের এই মজুদ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

মজুদের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল, দুই লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন গম এবং ৯৭ হাজার ৪০৯ মেট্রিক টন ধান সরকারি সংগ্রহে রয়েছে।

অতীতের মজুদের তুলনা করে তিনি জানান, এর আগে ২০২২ সালে সর্বোচ্চ ১৮ লাখ ৮১ হাজার টন মজুদ ছিল। এছাড়া ২০২৩ সালে ১৮ লাখ দুই হাজার টন, ২০২১ সালে সাত লাখ ২৬ হাজার টন, ২০২৪ সালে ১৫ লাখ ৫২ হাজার টন এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৮ হাজার টন খাদ্যশস্য মজুদ ছিল।

খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ফুড মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ শ’ মেট্রিক টন ধান, ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

উপদেষ্টা বলেন, তবে ইতোমধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এক লাখ ৩১ হাজার মেট্রিক টন ধান, সাত লাখ ৩২ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার ৫৯৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক এবং আপনারা জানেন কৃষি অত্যন্ত প্রকৃতি নির্ভর একটা জিনিস এবং বিশেষ করে আমাদের মতো দেশে। এটা অত্যন্ত সংবেদনশীল জিনিস, পরবর্তী ফসল ভালো হলে আমরা এই বছরটা নিরাপদে কাটাতে পারব।’

বর্তমান অবস্থা স্বস্তিদায়ক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম অত্যন্ত সচল ও সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা চলমান কর্মসূচিগুলো পরিচালনা করতে পারছি এবং পারব।’

সূত্র : বাসস