বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জুলাই চার্টার অনুযায়ী আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে একটি বিতর্কিত প্রক্রিয়া তৈরি হচ্ছে। নানা উপায়ে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, ‘১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে আমরা একটি তাৎপর্যপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। জনগণ চায় একটি সুষ্ঠু ও সমতাভিত্তিক নির্বাচন। কিন্তু গত কয়েক দিনে আমরা দেখছি সেই পরিবেশ নষ্ট করা হচ্ছে।’
পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘প্রতীকটি নিচের দিকে এমনভাবে রাখা হয়েছে যে সহজে চোখে পড়ে না এবং ভাঁজ করলে মুছে যাওয়ার আশঙ্কা থাকে। অথচ অন্য দলের প্রতীক সুবিধাজনক স্থানে রাখা হয়েছে। এটি স্পষ্ট বৈষম্য।’
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির কয়েকজন প্রার্থী মনোনয়ন পাওয়ার পরই তাদের নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন। এরপরও জটিলতা তৈরি করার চেষ্টা হচ্ছে, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের আলোকে অপ্রয়োজনীয় বিতর্ক।’
নির্বাচনী আচরণবিধি প্রয়োগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত কয়েকটি সফর স্থগিত করা হলেও অন্য দল ও নেতারা নিয়ম ভেঙে প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু কমিশন নীরব রয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নির্বাচন কমিশনে ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি জানিয়ে মাহ্দী আমিন বলেন, ‘দ্রুত দেশব্যাপী এ সেল কার্যকর করা জরুরি।’
তিনি জানান, ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড করা হয়েছে এবং এগুলোই তার একমাত্র অফিশিয়াল অ্যাকাউন্ট। বিএনপির আইসিটি দফতর ইতোমধ্যে ৫০টির বেশি ফেক আইডি ও পেজ অপসারণ করেছে। একইসাথে তিনি নিশ্চিত করেন ডা: জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।
নির্বাচনে জনগণের সাথে সংযোগ বাড়াতে বিএনপি ১৬৫৪৩ নম্বরে কল সেন্টার চালু করেছে। পাশাপাশি ‘ম্যাচ মাই পলিসি (Match My Policy)’ উদ্যোগের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে ইশতেহার প্রণয়নের কথা জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।



