জোটের সিদ্ধান্ত জানানো হবে রাত ৮টায় : মামুনুল হক

রাত ৮টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

নয়া দিগন্ত অনলাইন
গণমাধ্যমের সাথে কথা বলছেন মামুনুল হক
গণমাধ্যমের সাথে কথা বলছেন মামুনুল হক |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত জানানোর হবে জানিয়েছে ১১ দলীয় জোট।

রাত ৮টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ দুপুরে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে জোটের ১০টি দলের বৈঠক হয়, উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলনের কেউ।

বৈঠক শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসাথে শুরু করেছিলাম, সেভাবেই একসাথে থাকবো বলে প্রত‍্যাশা। রাত ৮টায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।’

ইসলামী আন্দোলনের সাথে কথা হয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমাদের প্রত্যাশা একসাথেই এগিয়ে যেতে পারবো।’