ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী-পাকিস্তানের স্পিকারের দেখা, মেলালেন হাত

রাজধানী ঢাকায় সংসদ ভবনে ড. এস জয়শঙ্কর ও আয়াজ সাদিকের দেখা হলে তারা শুভেচ্ছা বিনিময় করেন। তারা দু’জনই আলাদাভাবে তারেক রহমানের সাথে দেখা করেন, সমবেদনা জানান।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক |বিবিসি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে দেখা হলে কুশল বিনিময় ও হ্যান্ডশেক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) খালেদার জানাজার আগে তাদের শুভেচ্ছা বিনিময়ের তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর। প্রধান উপদেষ্টার দফতরের ফেসবুক পাতায় তাদের দু’টি ছবিও প্রকাশ করা হয়েছে।

রাজধানী ঢাকায় সংসদ ভবনে ড. এস জয়শঙ্কর ও আয়াজ সাদিকের দেখা হলে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

তারা দু’জনই আলাদাভাবে তারেক রহমানের সাথে দেখা করেন, সমবেদনা জানান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, তাদের মধ্যে সেখানে দেখা হলে তারা হ্যান্ডশেক করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষে গত মে মাসের পর এটিই দু’ দেশের সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ।

চিরবৈরী দু’ দেশের সরকারি পর্যায়ের ব্যক্তিদের মধ্যে এমন চিত্র সাম্প্রতিক সময়ে বিরল। চলতি বছরের এপ্রিলে কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর দু’ দেশের মধ্যে বিরোধ পৌঁছায় চূড়ান্ত মাত্রায়।

এর আগে, সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তান হাইকমিশনের জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছান পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। এরপর তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তাকে সহমর্মিতা জানান তিনি।

এদিকে, বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ড. এস জয়শঙ্কর। এরপর তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনীর বাশার ঘাঁটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।