প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাৎ

এ সময় তার সাথে তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার এই সাক্ষাৎ প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার এই সাক্ষাৎ প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয় |সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাদের এই সাক্ষাৎ প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তার সাথে তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

এই দীর্ঘ সময় তাদের মধ্যকার আলোচনা বিষয়ে বিএনপি কিংবা সরকারের প্রেস উইংয় থেকে আনুষ্ঠানিকভাবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কিছু জানানো হয়নি।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।