বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ।
বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা মহামান্য রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে যোগদান করেন।আজ বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী ড. হায়দার রাষ্ট্রপতি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু সরকার এবং দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের প্রতি সমবেদনা জানান।



