বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, এখানে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
‘এমপিও নীতিমালা- ২০২৫’ অনুযায়ী, নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এবং অনলাইনে আবেদনকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওই মানদণ্ডের ভিত্তিতেই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করে তালিকা প্রণয়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়ায় এমপিওভুক্তির জন্য কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল প্রকার লিখিত, মৌখিক বা সুপারিশের মাধ্যমে আসা আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোনো দফতরে দাখিল না করার জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র ‘On line MPO Application’ শিরোনামে নিম্নলিখিত www.shed.gov.bd, www.dshe.gov.bd এবং www.banbeis.gov.bd লিঙ্কের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে। বাসস



