দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড |নয়া দিগন্ত গ্রাফিক্স

চলতি বছরের দাখিল পরীক্ষার বিলম্ব ফি-সহ ফরম পূরণের সময় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের বিশেষ অনুরোধ ও সুবিধার্থে দাখিল পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, বিলম্ব ফি-সহ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এছাড়া ফরম পূরণের ফি পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সংশ্লিষ্ট সকল মাদরাসা প্রধানকে উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর আগে ২০২৫ সালের গত ২৯ ডিসেম্বর প্রকাশিত ফরম পূরণের মূল বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত এবং নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বাসস