শাকসু নির্বাচন স্থগিত : বিএনপি ও ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা

বিএনপি ও ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরো দীর্ঘ হচ্ছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১' এর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১' এর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলকে দায়ী করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবন-১' এর সামনে শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষার্থীরা।

শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, এখানে (নির্বাচনে) সুক্ষ্ণ একটি সমস্যা আছে সেটা হয়তো সবাই হয়তো ধরতে পারছেন। বিএনপি ও ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরো দীর্ঘ হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষার্থীদের লড়াই করার জায়গাটা খুব ছোট। একটি রাজনৈতিক দল যখন তার সমস্ত শক্তি ব্যবহার করে শাকসু নির্বাচন আটকানোর জন্য কাজ করে তখন আমাদের লড়াইটা আরো বড় শক্তির জন্য হয়ে যায়। তারা (বিএনপি) চেষ্টা করছে রায় যাতে চেম্বার কোর্টের শুনানিতে না ওঠে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভিসি স্যার যতগুলো মাধ্যমে কথা বলা যায় সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। বিচারপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সবার দফতরে কল দিয়েছেন যাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যায়।

তিনি আরো বলেন, ভিসি স্যার নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী তবে রিটকারীর সাথে যে আইনজীবীদের দেখা গেছে তারা বিএনপিপন্থী। তারা বিষয়টিকে এমন পর্যায় নিয়ে গেছে এটি এখন আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। বিএনপি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই কারণে আমাদের লড়াইটা আরো দীর্ঘ হয়েছে।