বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) আসরের নামাজ পর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে ওই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন পাবিপ্রবি সেন্ট্রাল মসজিদের ইমাম জালাল উদ্দিন রুমি। জানাজায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের জন্য নানা ত্যাগ স্বীকার করেছেন। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরো বলেন, দেশ পরিচালনায় খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামী ভূমিকা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
গায়েবানা জানাজা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোকাবহ ও ধর্মীয় পরিবেশ বিরাজ করে। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার জন্য দোয়া করেন।



