বান্দরবানে পর্যটকবাহী ট্যাক্সি উল্টে নিহত ১, আহত ৩

এ সময় ওই ট্যাক্সিতে থাকা এক পর্যটক নিহত হন ও অপর তিনজন আহত হন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban

বান্দরবান চিম্বুক সড়কের ১৬ মাইল এলাকায় একটি পর্যটকবাহী ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পর্যটক নিহত ও তিনজন আহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মো: সাগর (৩০)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় বলে জানা গেছে। তিনি ব্যবসায়ী। আহতদের নাম এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পর্যটনকেন্দ্র নীলগিরি থেকে পর্যটক নিয়ে বান্দরবানে আসার পথে ১৬ মাইল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্যাক্সিতে থাকা এক পর্যটক নিহত হন ও অপর তিনজন আহত হন।