বাউবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ১৬ ও ১৭ জানুয়ারির পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এমফিল ও পিএইচডি প্রোগ্রামের আগামী ১৬ ও ১৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা ‍দু’টির পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ১৬ ও ১৭ জানুয়ারির পরীক্ষা স্থগিত
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ১৬ ও ১৭ জানুয়ারির পরীক্ষা স্থগিত |ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এমফিল ও পিএইচডি প্রোগ্রামের আগামী ১৬ ও ১৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা ‍দু’টির পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাউবির পরীক্ষা বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: খালেকুজ্জামান খান।