ফেনীতে বিএনপির সেই ২ বিদ্রোহীর প্রার্থিতা বাতিল

রোববার যাচাই-বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির দুই নেতা
মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির দুই নেতা |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ ও ৩ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী এয়াকুব নবী ও মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার যাচাই-বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী ১ শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষর সঠিকভাবে দিতে পারেননি জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী ও সদস্য মাহবুবুল হক রিপন। তথ্য ও স্বাক্ষর না থাকায় জেলা বিএনপির এই দুই নেতার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ফেনী-২ ও ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন যথাক্রমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তারা ছাড়াও এই দুই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন।