নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার দু’জন হলেন— উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: এরশাদ আলী (৪৫) ও তার ছেলে মো: সজিব (২২)।
জানা যায়, গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকার মরহুম জমসের আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ওরফে দুলালী (৬৫)। তার দুই ছেলে-মেয়ে কেউ বাড়িতে থাকেন না। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। গত ৯ জানুয়ারি দুপুরে তাকে বাড়ির উঠানে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যার ঘটনায় ভিকটিমের ভাই হাফিজুল ইসলাম কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকা জেলার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে পলাতক দুই আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



