বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অস্ত্র-সরঞ্জামসহ আটক ২

তবে চোরাকারবারি দলের আরো ৫-৬ জন সদস্য গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
অস্ত্রসহ আটক ২ জন
অস্ত্রসহ আটক ২ জন |নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দেশীয় তৈরি চারটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধারসহ এক বাংলাদেশী ও এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির একটি আভিযানিক দল ঘুমধুম গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক উমং (২৫) ও মিয়ানমার নাগরিক পানুয়াকে (১৮) আটক করে। তবে চোরাকারবারি দলের আরো ৫-৬ জন সদস্য গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

এর আগেও জীবন তংচংঙ্গা নামে আরাকান আর্মি আরেক সদস্যকে আটক করা হয়েছিল। তার বাড়িও ছিল নাইক্ষ্যংছড়ির গাছবনিয়ায়।

স্থানীয়রা বলছে, উমং ও পানুয়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গোপন সদস্য। তাদের দলে সীমান্তের আরো অনেকেই রয়েছে।