বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়নের এ এম এফ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল বাতেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই দিন সন্ধ্যায় মাইজখার ইউনিয়ন বিএনপির কার্যালয়েও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার কথা তুলে ধরে বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, যুবদল নেতা আলী আশরাফ, প্রভাষক ফারুক আল মামুন, খোরশেদ আলম, সোলাইমান মাজহারী, আব্দুর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল হালিম, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
তারা বলেন, আমরা বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নির্দেশে গতকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজের পর খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দেন।
নেতৃত্বে সঙ্কট সম্পর্কে তারা আরো বলেন, যদিও আপোষহীন এই নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়, তারপরও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপরই আস্থা রাখছেন নেতাকর্মীরা।



