কুষ্টিয়ার আসনগুলোতে যাদের মনোনয়নপত্র বৈধতা পেল

বাতিল প্রার্থীদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রাথী, একজন বাংলাদেশ সুপ্রীম পার্টির, একজন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে ছয়টি মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ২৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।

বাতিল প্রার্থীদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রাথী, একজন বাংলাদেশ সুপ্রীম পার্টির, একজন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বাতিলদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে পৃথকভাবে আসনওয়ারী প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

বাতিলের মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দুইজন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে একজন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের তিনজন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণগুলোর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: নুরুজ্জামানের ভোটারদের স্বাক্ষর সঠিকতা না থাকা, স্বাক্ষরকারীর সত্যতা সঠিকতা না থাকা এবং অতিরিক্ত স্বাক্ষর গ্রহণের কারণে এই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। একই আসনে জাসদ প্রার্থী গিয়াসউদ্দিনের ফরমে স্বাক্ষর না থাকা এবং আয়করের রিটার্ন দাখিল না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের ভোটার স্বাক্ষরে সঠিকতা না থাকায় বাতিল করা হয়।

কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসারের ভোটার স্বাক্ষরতা সঠিকতা না থাকা এবং ২৭ জন ভোটারকে তালিকায় না পাওয়ায় বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শেখ সাদীর ভোটার স্বাক্ষরতায় ৩৮ জনের তালিকা নেই আর ৪৪ জনের স্বাক্ষর ডাবল হয়েছে। এছাড়া তিনি আয়কর রিটার্ন সার্টিফিকেট জমা দেননি বিধায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খায়রুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকতে হবে। তিনি মাত্র ৪ মাস আগে চাকরি থেকে রিটায়ার্ড হন। আইনের ব্যত্যয় ঘটায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

প্রার্থিতা যাচাই বাছাইকালে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া চারটি আসনের বৈধ প্রার্থী হলেন যারা— কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো: আমিনুল ইসলাম, বিএনপির রেজা আহাম্মেদ, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদের মো: শাহাবুল ইসলাম।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আব্দুল গফুর, বিএনপির রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নুর উদ্দীন আহমেদ, খেলাফত মজলিসের মো: আব্দুল হামিদ, ইসলামিক ফ্রন্টের বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো: আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো: আরিফুজ্জামান।

কুষ্টিয়া-৩ (সদর আসন)- বিএনপির মো: জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আমির হামজা, খেলাফত মজলিসের মো: সিরাজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো: আব্দুল্লাহ আকন্দ, গণঅধিকার পরিষদের মো: শরিফুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মীর নাজমুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা: রুম্পা খাতুন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)- বাংলাদেশ লেবারপার্টির মো: শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আনোয়ার খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আফজাল হোসেন। বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুন কুমার ঘোষ, গণফোরামের আব্দুল হাকিম মিঞা ও আমার বাংলাদেশ পার্টির মো: আবুবক্কক সিদ্দিক।