নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে আড়াই হাজার কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো: আশরাফ উদ্দিন।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— সুবর্ণচর উপজেলার মো: আরিফ (২৫), মো: মাসউদ (২৯), মো: আকবর হোসেন সবুজ (৩৪), মো: সালাউদ্দিন (৩৫), মো: নুরুল হুদা (৩৫) ও মো: জাবেদ হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দু’টি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে আড়াই হাজার কেজি ঝাটকাসহ ছয়জনকে আটক করা হয়।
নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি মো: আশরাফ উদ্দিন আরও বলেন, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’
তিনি আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেয়া হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’



