সিলেটে মির্জা ফখরুল

চেয়ারপারসনের দায়িত্ব নিয়েই সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘দুয়েকদিনের মধ্যেই তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করা হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই পূর্ণাঙ্গ চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই দায়িত্ব নিয়েই সিলেটের হযরত শাহজালাল ও শাহ পরাণ রহ:-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।’

রোববার (৪ জানুয়ারি) রাত ৭টার দিকে সিলেটের এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকেই এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। দুয়েকদিনের মধ্যেই তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করা হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। তাই জনগণের মধ্যে ভোট দিতে উৎসাহ রয়েছে।’

আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।’

মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া।’ আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র এক দিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি এক দিনে গড়ে ওঠে না।’

গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রোববার বিকেলে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। বিকেলে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল রহ. ও শাহ পরাণ রহ.-এর মাজার জিয়ারত করেন।

এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।