টাঙ্গাইলে চলন্ত বাসে নারীকে গণধর্ষণ : গ্রেফতার ৩

বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। এর আগে বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
ধর্ষণের ঘটনা ঘটা বাসটি জব্দ করেছে পুলিশ
ধর্ষণের ঘটনা ঘটা বাসটি জব্দ করেছে পুলিশ |নয়া দিগন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় পুলিশ বাসটির চালক মো: আলতাফ (২৫), চালকের সহযোগী মো: সাগর (২৪) ও মো: রাব্বিকে (২১) আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। এর আগে বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরীফ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের অনিয়মিত এক ছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন ওই নারীসহ মাত্র দু’জন যাত্রী ছিলেন। পথে এক যাত্রী নেমে যান। এরপর চালক ও তার দুই সহযোগী বাসে থাকা ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তারা ওই নারীর স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বাসটি বিভিন্ন জায়গা ঘুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় এলে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ বাসের চালক, হেলপার ও ভুক্তভোগী নারীকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা উদঘাটন করে। তখন পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘হাইওয়ে পুলিশ ভিকটিম ও আসামিদেরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন।’