হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে সেবা নিলেন ১৫ শতাধিক মানুষ

এই ক্যাম্পেইন শুধু একটি চিকিৎসা কার্যক্রম নয়; বরং সাধারণ মানুষের প্রতি সেনাবাহিনীর ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক চেতনারই একটি অংশ। এ অঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Haziganj
সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে সেবা নিচ্ছেন দুস্থ ও অসহায় নারী, পুরুষ, শিশু
সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে সেবা নিচ্ছেন দুস্থ ও অসহায় নারী, পুরুষ, শিশু |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে সেবা নিয়েছেন ১৫ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দফতর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ২১ বীর-এর সহায়তায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে হাজীগঞ্জ ও আশপাশের এলাকার মোট এক হাজার ৫৩১ জন নারী, পুরুষ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসা সেবার পাশাপাশি এদিন নয়টি ছোট অস্ত্রোপচার (মাইনর সার্জারি) অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা হয়।

বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা এক বৃদ্ধ বলেন, ‘টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর কল্যাণে বড় ডাক্তার দেখালাম এবং অনেক দামি ওষুধও ফ্রি পেলাম।’

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইন শুধু একটি চিকিৎসা কার্যক্রম নয়; বরং সাধারণ মানুষের প্রতি সেনাবাহিনীর ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক চেতনারই একটি অংশ। এ অঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।