দেবিদ্বারে ১০ দিনেও সন্ধান মেলেনি অটোরিকশা চালকের

‘আমার স্বামীর যদি কিছু হয়ে থাকে, তাহলে আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ি নিয়ে কোথায় দাঁড়াব? ওদের ভবিষ্যৎ কী হবে? থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখছি না। শুধু বলা হয়, আপনারা খোঁজ নেন, আমরা কাজ করছি।’

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
নিখোঁজ রিকশাচালক আলাউদ্দিন
নিখোঁজ রিকশাচালক আলাউদ্দিন |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে ব্যাটারিচালিত অটোরিকশাসহ নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি চালক মো: আলাউদ্দিন (৩৫) কিংবা তার অটোরিকশাটির। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে যাওয়ায় অন্ধ বাবা, অসুস্থ মা, স্ত্রী ও তিন শিশু সন্তানসহ গোটা পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

নিখোঁজ আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো: সুলতান আহমেদের ছেলে।

সরেজমিনে নিখোঁজ আলাউদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে নিয়ে যান। মেরামতের একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এখন যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকেই অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আলাউদ্দিনের বাবা সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন অচল মানুষ। এক চোখ অন্ধ, কাজ করার শক্তি নেই। আমার দুই ছেলের একজন প্রবাসে, তারও কোনো খোঁজ নেই। আমি, আমার স্ত্রী, পুত্রবধূ ও তিন নাতি-নাতনিসহ সংসারের সবার ভরণপোষণ আলাউদ্দিনই করত। অটো থাকুক বা না থাকুক, শুধু আমার ছেলেটাকে জীবিত ফিরে পেতে চাই।’

আলাউদ্দিনের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীর যদি কিছু হয়ে থাকে, তাহলে আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ি নিয়ে কোথায় দাঁড়াব? ওদের ভবিষ্যৎ কী হবে?’

তিনি আরো বলেন, ‘থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখছি না। শুধু বলা হয়, আপনারা খোঁজ নেন, আমরা কাজ করছি।’

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজ আলাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। জিডি করার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে একটি লোকেশন পাওয়া গেলেও পরে ফোন বন্ধ হয়ে যাওয়ায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’