সংবাদ সম্মেলন

আসন্ন নির্বাচনে সীমান্ত সুরক্ষা ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

বৃহস্পতিবার যশোরের ৪৯ বিজিবির বেনাপোল সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
যশোরের ৪৯ বিজিবির বেনাপোল সদর দফতরে সংবাদ সম্মেলন
যশোরের ৪৯ বিজিবির বেনাপোল সদর দফতরে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইনের আওতায় যশোরের শার্শা ও চৌগাছা থানা এলাকায় সীমান্ত সুরক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছে বিজিবি। ইতোমধ্যে এ দুটি উপজেলার সব ভোটকেন্দ্র রেকি করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যশোরের ৪৯ বিজিবির বেনাপোল সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সীমান্তবর্তী এ দুটি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘যশোর, গোপালগঞ্জ ও নড়াইল জেলার ১৬টি থানায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে। এসব স্থানে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।’

‘২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় ফোর্স মোতায়েন করা হবে। বর্তমানে বিজিবি সদস্যরা অপারেশন ডেভিল হান্ট-২ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘সীমান্তে টহল জোরদার করা হয়েছে, যাতে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে। একইসাথে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় জনসাধারণকে সচেতন করার জন্য ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে।’