নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নেত্রকোনা জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে ফ্যাসিস্ট সরকারের আমলের একটি পুরনো নিষ্পত্তি হওয়া হয়রানিমূলক রাজনৈতিক মামলার ত্রুটিজনিত তথ্যের কারণে গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপিল করেন।
ওই আসনের ভোটাররা জানান, জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা মনোনয়নপত্র ফিরে পাওয়ায় আমদের মাঝে যেমন স্বস্থি ফিরে এসেছে, তেমনি আনন্দিত হয়েছি। এতে নির্বাচন যেমন উৎসবমুখর হবে, তেমনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।
মাছুম মোন্তফা তার প্রক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নয়া দিগন্তকে বলেন, ‘পূর্বধলা আসনের ভোটারসহ আপামর জনসাধারণের ভালবাসা, আস্থা, বিশ্বাস ও দোয়ার বরকতে এটি ন্যায় ও সত্যের বিজয়। আগামী দিনগুলোতে সাধারণের সমর্থন ও সহযোগিতায় শুধু এলাকার উন্নয়ন নয়, সত্য ও ন্যায়ের পথে আপোসহীন হয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দৃঢ়তার সাথে কাজ করে যাব।’



