দোয়ারাবাজারে অপহরণের শিকার মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

উদ্ধারপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
অপহরণকারী রুবেল
অপহরণকারী রুবেল |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে অপহরণের শিকার মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধারসহ অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানিক টিম।

রোববার (৪ জানুয়ারি) রাতে ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) পৃথক অভিযানে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো: রুবেল মিয়াকে (২১) গ্রেফতার করে র‌্যাব।

রুবেল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মো: রফিক মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, অপহরণের স্বীকার শিক্ষার্থী দোয়ারাবাজার উপজেলার জান্নাত (রা:) মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত রুবেল মিয়া ও তার সহযোগী একটি চক্র জোরপূর্বক তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো: রুবেলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে তাকে আটকের দু’দিন পর রোববার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে মামলার ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করে র‍্যাব।

উদ্ধারপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।