রাজধানীর মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ নয়ন তালুকদার (৭০) যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে এবং মোটরসাইকেলের আরোহী মো: ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদা এলাকার জহিরুল ইসলামে ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



