স্যালুট হে সংগ্রামী

নির্যাতন ও কারাবরণ/মেনে নিয়েছো তুমি,/জীবন দিয়েই প্রমাণিত/ভালোবেসেছো ভূমি।.............

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া |নয়া দিগন্ত গ্রাফিক্স

হামিদুল ইসলাম সরকার



গণতন্ত্রের মানসকন্যা

আপসহীন নেত্রী তুমি,

স্বৈরশাসক হটিয়েছো

কাঁপিয়ে রাজপথ-ভূমি।

নব্বইয়ের গণআন্দোলনে

রাজপথে কাটে দিনরাত,

হুমকি দিয়েছে স্বৈরশাসক

গোপনে বাড়াওনি হাত।

নির্যাতন ও কারাবরণ

মেনে নিয়েছো তুমি,

জীবন দিয়েই প্রমাণিত

ভালোবেসেছো ভূমি।

দেশ ও দেশের মানুষ ছিল

জীবনের চেয়ে মূল্যবান,

অকপটে সয়েছো জুলুম

আপসকে দাওনি স্থান।

অল্প বয়সে স্বামীকে হারাও

ফ্যাসিস্ট কেড়েছে সন্তান,

এতো জুলুম, এতো নির্যাতন

পরাজয় করেছে প্রস্থান।

স্যালুট তোমাকে হে সংগ্রামী

হৃদয় থেকে দোয়া-সম্মান,

বিধাতার কাছে শুধু প্রার্থনা

জান্নাতে হোক বাসস্থান।