বিপজ্জনকের মাত্রার চেয়েও ভয়াবহ বায়ুদূষণের কবলে লাহোর

লাহোরের একিউআই ৪৬২ ছুঁয়ে ‘বিপজ্জনক’ পর্যায়ে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর; ঢাকাও ১৬২ স্কোর নিয়ে সপ্তম স্থানে ‘অস্বাস্থ্যকর’ বাতাসে ভুগছে।

নয়া দিগন্ত অনলাইন
৪৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে লাহোর।
৪৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে লাহোর। |সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, কোনো শহরের একিউআই স্কোর ৩০০-এর উপরে হলে শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে গন্য করা হয়। এই মানের বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সেখানে আজ পাকিস্তানের লাহোরের বাতাসের একিউআই স্কোর বেড়ে ৪৬২-এ দাঁড়িয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ৪৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে অবস্থান করছিল লাহোর।

আইকিউএয়ারের তথ্য মতে, লাহোরের বাতাসের মান সাধারণত শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় সবচেয়ে খারাপ হয়ে যায়। এ সময় পাঞ্জাব প্রদেশের কৃষকেরা ফসল কাটার পর জমিতে বাকি থাকা খড়কুটো পুড়িয়ে ফেলেন, যার ধোঁয়া সৃষ্টি হয়। একই সাথে, আবহাওয়ার পরিবর্তনের কারণে দূষিত কণাগুলো বাতাসে আরো দীর্ঘ সময় আটকে থাকে।

এদিকে, ঋতু পরিবর্তনের সাথে সাথে রাজধানী ঢাকার বাতাসের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। আজও সে ধারা অব্যাহত রয়েছে। শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৬২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়। তাই বর্ষার প্রভাব কমতেই বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

অন্যদিকে, বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ শহর হয়েছে ভারতের দিল্লি। ২৪৪ একিউআই স্কোর নিয়ে তার ঠিক নিচে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। শহরটির স্কোর ২০৬।

কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।

তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

সূত্র : ইউএনবি