ঢাকায় বৃষ্টিহীন আবহাওয়ায় গরমের তীব্রতা, তাপমাত্রা অপরিবর্তিত

আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
Heatwave in Dhaka amid rainless weather
Heatwave in Dhaka amid rainless weather |সংগৃহীত

রাজধানী ঢাকায় বৃষ্টিহীন আবহাওয়ার কারণে গরমের দাপট অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ার ফলে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে গতকালের মতো আজও গরম অনুভূত হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১ মিনিটে।