ঢাকায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা, আকাশ থাকবে মেঘলা

দিনের বেলায় আকাশ মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পরিবর্তে সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা
ঢাকায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা |নয়া দিগন্ত

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলায় আকাশ মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পরিবর্তে সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।