রাজধানীতে সকাল পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

রাজধানীতে সকাল পর্যন্ত ৩৪ মিলিমিটার বর্ষণে শহরের বেশিভাগ রাস্তা ডুবে নগরবাসী দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপকূলীয় এলাকায় আরো বৃষ্টির সাথে তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারী বর্ষণে অনেক রাস্তা, অলি, গলি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে নগরবাসী
ভারী বর্ষণে অনেক রাস্তা, অলি, গলি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে নগরবাসী |সংগৃহীত

রাজধানীতে আজ সোমবার সকাল পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বেশিভাগ রাস্তা তলিয়ে গেছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীদের।

ভোর ৫টা ৪৫ থেকে ৭টা পর্যন্ত শহরে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে শান্তিনগর, সিদ্ধেশ্বরী, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরী পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা ও অন্যান্য অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কিছু জায়গায় হাঁটু পর্যন্ত পানি, আবার কিছু জায়গায় কোমর ছুঁই ছুঁই করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যরাত থেকে আজ সকাল ৬টার মধ্যে শহরে মোট ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং একই সময়ে উত্তর বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বুধবার পূর্ব বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তিন দিনের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি অস্বাভাবিক নয় উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে যে এর প্রভাবে বৃষ্টিপাত আরো বাড়তে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সাথে তীব্র বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশে তীব্র ও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। উল্লেখ্য, শনিবার এবং রোববার রাজধানীর আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।

তবে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে এমন আভাস আবহাওয়া অধিদফতর আগেই দিয়েছিল।

সূত্র : বাসস