শ্রাবণের সকালে রাজধানীতে রিমঝিম বৃষ্টি

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে বনানী, বারিধারা, ধানমণ্ডি, উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় রিমঝিম বৃষ্টির খবর পাওয়া গেছে। আছে বৃষ্টির সাথে হালকা বাতাসও।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীতে রিমঝিম বৃষ্টি
রাজধানীতে রিমঝিম বৃষ্টি |ইন্টারনেট

শ্রাবণের সকাল শুরু হয়েছে রিমঝিম বৃষ্টিতে। বৃষ্টির এমন সকাল যেন নিজ হাতে এঁকে দিয়েছে রাজধানীর জলরঙ ছবি। রিমঝিম বৃষ্টিতে যেন রাজধানীবাসী পেয়েছে কিছুটা স্বস্তি।

আকাশে জমানো মেঘ আর টুপটাপ শব্দ এক দারুণ আবহ তৈরি করেছে। কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে ভোরের বৃষ্টি যেন জীবনের ক্লান্তি মুছে এক নতুন দিনের শুরু।

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে বনানী, বারিধারা, ধানমণ্ডি, উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় রিমঝিম বৃষ্টির খবর পাওয়া গেছে। আছে বৃষ্টির সাথে হালকা বাতাসও।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য কমতে পারে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য জেলার আবহাওয়া কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানা গেছে।