বায়ুদূষণের শীর্ষে লাহোর, রাতভরের বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি

রাতভর টানা বৃষ্টির ফলে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। যদিও জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে বায়ুমান সূচক অনুযায়ী আজ ঢাকার বাতাস ‘ভালো’ অবস্থানে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাতভরের বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি
রাতভরের বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি |সংগৃহীত

দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এর মধ্যে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একিউআই স্কোর ১৬০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করে লাহোর। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। উভয় শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

অন্যদিকে, রাতভর টানা বৃষ্টির ফলে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। যদিও জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে বায়ুমান সূচক অনুযায়ী আজ ঢাকার বাতাস ‘ভালো’ অবস্থানে রয়েছে। সকাল সাড়ে ৯টায় ঢাকার একিউআই স্কোর ছিল ৪৪, যা শহরটিকে দূষিত শহরের তালিকায় ৮৪তম স্থানে রেখেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, স্কোর ৫০-এর নিচে থাকলে তা ‘ভালো’, ৫০ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়। ৩০০-এর বেশি সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন। সূত্র : ইউএনবি