বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। আজ ছুটির দিনেও শহরের বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)।
আজ শুক্রবার বেলা ১১টায় প্রকাশিত সূচকে ঢাকার স্কোর ছিল ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
আইকিউএয়ারের তালিকায় এদিন শীর্ষে ছিল ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮১) এবং তৃতীয় স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৭৯)। ঢাকার অবস্থান ছিল চতুর্থ।
আইকিউএয়ার সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তা ‘ভালো’ বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। উচ্চ স্কোরের ক্ষেত্রে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।
একিউআই নির্ধারণে মূলত পাঁচটি দূষণ উপাদান বিবেচনায় নেয়া হয়- বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।