জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে; বাংলাদেশ ইতিমধ্যেই অভিযোজন সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাতভর টানা বৃষ্টির ফলে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। যদিও জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে বায়ুমান সূচক অনুযায়ী আজ ঢাকার বাতাস ‘ভালো’ অবস্থানে রয়েছে।
পাকিস্তানের উত্তরের পাহাড়ি এলাকায় জলবায়ু সংকট মারাত্মক রূপ নিয়েছে। বৃক্ষনিধন আর দ্রুত হিমবাহ গলার কারণে দেশটিতে বারবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। চলতি বর্ষায় এ পর্যন্ত ৮০৪ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই খাইবার পাখতুনখোয়ায়।
২০৩৬ সাল থেকে সদস্য দেশগুলো ইউরোপের বাইরের প্রকল্পে বিনিয়োগ করে অর্জিত কার্বন ক্রেডিটের সর্বোচ্চ তিন শতাংশ নিজেদের নিঃসরণ কমানোর হিসাবে গণনা করতে পারবে।