ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় জনভোগান্তি

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের।

নয়া দিগন্ত অনলাইন
ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় জনভোগান্তি
ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় জনভোগান্তি |সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল তুলনামূলকভাবে কম ছিল।

এর আগে আবহাওয়া অধিদফতর দেশের আট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল।

সতর্কবার্তায় জানানো হয়, বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একইসাথে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।