ঈদের দিন রাজধানীতে বৃষ্টি

দুপুর ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি। সাথে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

নয়া দিগন্ত অনলাইন
ঈদের দিন রাজধানীতে বৃষ্টি
ঈদের দিন রাজধানীতে বৃষ্টি |সংগৃহীত

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চলছে পশু কোরবানির কার্যক্রম। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি।

ঈদের দিন সকাল থেকেই রাজধানীর আবহাওয়া ছিল মোটামুটি গুমোট। আকাশে লক্ষ্য করা গেছে কালো মেঘের ঘনঘটা। দুপুর ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি। সাথে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। তবে কোরবানির গোশত কাটায় কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত সম্পন্ন হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন। রাজধানীতে নির্ধারিত কোরবানি স্থান না থাকায় বেশিভাগই রাস্তার পাশে বা বাড়ির সামনে পশু জবাই করেন।

দুপুর ১২টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। অনেকেই মনে করছেন, এ বৃষ্টি না হলে ঢাকার রাস্তায় রক্ত ও বর্জ্য পরিষ্কারে দুর্ভোগ আরো বাড়ত।

বৃষ্টি ঈদের দিনে নগরবাসীর জন্য যেমন এনেছে কিছুটা স্বস্তি, তেমনি তৈরি করেছে কিছু বাস্তব সমস্যা। পরিকল্পিত কোরবানি স্থান ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব ঢাকার নগর জীবনে আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।

ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।