দিনের তাপমাত্রা কমতে পারে

আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
আবহাওয়া
আবহাওয়া |নয়া দিগন্ত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, দিনের বেলা তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, এবং ওই সময়ে বায়ুর আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

পূর্বাভাস অনুযায়ী, আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা বেজে ১৭ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।