আবারো লঘুচাপের পূর্বাভাস

আগামী ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নয়া দিগন্ত অনলাইন
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে |সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। আর আগামী ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে প্রথম দিন, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’ এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। দ্বিতীয় দিন শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় একই রকম আবহাওয়া সৃষ্টি হতে পারে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথাও বলা হচ্ছে।

এবারের মৌসুমে আবহাওয়ায় বেশ লম্বা সময় ধরেই বৃষ্টিপাত দেখা গেছে। ঋতুচক্রের হিসেবে হেমন্তকাল শুরু হলেও আবহাওয়ায় মেঘলা ভাব কাটেনি।