মৌসুমি বায়ুর বিদায়ঘন মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সম্ভাবনা

লঘুচাপের বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মৌসুমি বায়ুর শেষবেলায় কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ুর শেষবেলায় কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা |সংগৃহীত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিদায়ের প্রাক্কালে টানা বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তবে তার আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ভারী বৃষ্টির মানদণ্ডে পড়ে না। তবে বৃহস্পতিবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। শুক্রবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগেও কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে।

আজ শনিবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এরপর উপকূলীয় ও সিলেট অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমি বায়ুর বিদায়ের সাথে সাথে সারাদেশেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা ১১টার পর থেকে মেঘ জমতে শুরু করে এবং দুপুর ১২টা থেকে হালকা বৃষ্টি শুরু হয়, যা দেড়টার দিকে বাড়ে। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, লঘুচাপের বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী দু’য়েক দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অক্টোবরের পর আবারো একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।