ঢাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি, সামান্য বৃষ্টির সম্ভাবনা

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি
ঢাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি |সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অনুভূতি তীব্রতর হয়েছে।

আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরমের অনুভূতি কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলমান ভ্যাপসা গরমের পেছনে প্রধান কারণ হচ্ছে উচ্চ আর্দ্রতা। সামান্য বৃষ্টিপাত হলেও তা তাপমাত্রা বা গরমের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না। ফলে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।