বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার এক দিন পর ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ও ভোলার ভেদুরিয়া-বরিশালের লাহারহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ইলিশার বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মোহাম্মদ আল আমিন জানান, সকাল ৮টার দিকে ইলিশা ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে গেছে। এছাড়া অপর প্রান্ত থেকে ফেরি ছেড়ে এসেছে। ভোলার ভেদুরিয়া ঘাট থেকেও বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিসির বরিশাল লাহারহাট প্রান্তের ম্যানেজার সিহাবউদ্দিন জানান, আবহাওয়া একটু স্বাভাবিক হওয়ায় বরিশাল-ভোলা রুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।
দুই জেলার ফেরিঘাটে কয়েক শ’ পরিবহন জটলা বেঁধে অপেক্ষমান ছিল। আবহাওয়ার অবস্থা বেগতিক হলে ফেরি চলাচল ফের বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিএর ভোলা জেলা বন্দর কর্মকর্তা মো: রিয়াদ হোসেন জানান, বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলে ঢাকা-ভোলা রুটে কোনো যাত্রবাহী লঞ্চ ছাড়তে দেয়া হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর এবং ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় এবং ঢাকা-ভোলা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
সূত্র : বাসস