আবহাওয়া
দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস
এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পাশের এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা স্থিতিশীল
বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
মৌসুমি বায়ুর বিদায়ঘন মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সম্ভাবনা
লঘুচাপের বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু
১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, তবে অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থানে, তালিকায় চতুর্থ
শুক্রবার বেলা ১১টায় প্রকাশিত সূচকে ঢাকার স্কোর ছিল ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
২০২৫ সালের সেপ্টেম্বর ছিল বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণ মাস; বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সামান্য তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর স্থিতিশীলতা ভেঙে চরম জলবায়ু বিপর্যয় ডেকে আনতে পারে।
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থানে, তালিকায় চতুর্থ
শুক্রবার বেলা ১১টায় প্রকাশিত সূচকে ঢাকার স্কোর ছিল ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সহায়তা দিতে হবে উন্নত বিশ্বকে : পরিবেশ উপদেষ্টা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে; বাংলাদেশ ইতিমধ্যেই অভিযোজন সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বায়ুদূষণের শীর্ষে লাহোর, রাতভরের বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি
রাতভর টানা বৃষ্টির ফলে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। যদিও জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে বায়ুমান সূচক অনুযায়ী আজ ঢাকার বাতাস ‘ভালো’ অবস্থানে রয়েছে।
দেশগুলোকে জলবায়ু পরিকল্পনা জমা দিতে চাপ দিচ্ছে জাতিসঙ্ঘ
বিশ্ব বর্তমানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
পরিবেশ উপদেষ্টা জলবায়ু সঙ্কট মোকাবেলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও বদ্বীপ দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
পাকিস্তানে ভয়াবহ বন্যা : নেপথ্যে গলিত হিমবাহ ও বৃক্ষনিধন
পাকিস্তানের উত্তরের পাহাড়ি এলাকায় জলবায়ু সংকট মারাত্মক রূপ নিয়েছে। বৃক্ষনিধন আর দ্রুত হিমবাহ গলার কারণে দেশটিতে বারবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। চলতি বর্ষায় এ পর্যন্ত ৮০৪ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই খাইবার পাখতুনখোয়ায়।
বায়ুদূষণে ফের শীর্ষ পাঁচে লাহোর ও দিল্লি, ঢাকার বাতাস `মাঝারি’
বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর নিয়ে বাতাসের মান ‘মাঝারি’ বলে গণ্য করা হয়।
২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রস্তাব ইইউ’র
২০৩৬ সাল থেকে সদস্য দেশগুলো ইউরোপের বাইরের প্রকল্পে বিনিয়োগ করে অর্জিত কার্বন ক্রেডিটের সর্বোচ্চ তিন শতাংশ নিজেদের নিঃসরণ কমানোর হিসাবে গণনা করতে পারবে।
উপকূল ও সাগর
❯গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নীলাভ সমুদ্রের তলদেশ ওরিডু মালদ্বীপ
সমুদ্রতলে বিশ্বের সবচেয়ে বড় প্যানেল আলোচনা আয়োজন করে মালদ্বীপের বাহা ফুলহাদু দ্বীপের নীলাভ সমুদ্রের তলদেশে ইতিহাস গড়ল ওরিডু মালদ্বীপ। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপনে প্রতিষ্ঠানটি আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় পানির নিচের প্যানেল আলোচনা, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়।
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সঙ্কেত দেয়া হয়েছে।
কপোতাক্ষ নদের কয়রার বেড়িবাঁধে ধস, উৎকণ্ঠায় উপকূলবাসী
‘কয়রা সদর ইউনিয়নের হরিণখোলা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ভাঙনের বিষয়টি পাউবোর কর্মকর্তাদের জানানো হয়েছে।’
পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
বেড়িবাঁধ ভাঙার ফলে গলাচিপা, বাউফল, দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার বেড়িবাঁধহীন বিভিন্ন চরের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
নিম্নচাপে বেড়েছে পানি, তলিয়ে গেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্র করমজল
‘করমজলে স্বাভাবিকের তুলনায় আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে এখানকার বন্যপ্রাণীর তেমন কোনো ক্ষতি হবে না। কারণ, বন্যপ্রাণীর যাতে ক্ষতি না হয় সেজন্য বনের অভ্যন্তরের বিভিন্ন জায়গা উঁচু টিলা করা রয়েছে। পানি বাড়লে বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিয়ে থাকে।’
সেন্ট মার্টিন দ্বীপের সাথে নৌ যোগাযোগ বন্ধ বঙ্গোপসাগরে নিম্নচাপ : কক্সবাজারে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত
‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদফতর ৩ নম্বর সর্তক সংকেত জারি করেছে। এ কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।’
আনোয়ারায় অরক্ষিত বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী
জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের ভাঙন এলাকায় ইতোমধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশের খবরটি জানার সাথে সাথে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের জন্য বলা হয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ ধরার মহোৎসব
নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ ধরার মাছ এমন খবরের সত্যতা যাচাইয়ে রাঙ্গাবালীর উপজেলার সবচেয়ে বড় মৎস্য ঘাট খ্যাত চরমোন্তাজ স্লুইচ ঘাটে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
প্রকৃতি ও পরিবেশ
❯রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি!
বেঙ্গল টাইগারের টেরিটোরি চিহ্নিতকরণ, আচরণ ও বিরল ঘাস খাওয়ার অভ্যাস ঘিরে লেখকের দুর্লভ অভিজ্ঞতার বর্ণনা।
ভবিষ্যৎ আমাদের হাতে : ছোট পদক্ষেপ, বড় পরিবর্তন
পৃথিবীকে একটা নিখুঁত গ্রহে কীভাবে পরিণত করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এমন দু’জন বিশেষজ্ঞের সাথে বিবিসির পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা হলেন, সামুদ্রিক জীববিজ্ঞানী আশা দে ভোস এবং জীবজিজ্ঞানী নিয়াল ম্যাকক্যান।
টেক্সাসে আমাজন-ধ্বংসকারী গবাদি পশুকে 'সবুজ' জেট জ্বালানিতে রূপান্তর
মার্কিন জ্বালানি বাজারে প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান, ডায়মন্ড গ্রিন ডিজেল। তাদের তথ্য অনুসারে, ২০২২ সাল থেকে জৈব জ্বালানি উৎপাদনের জন্য এটি তিন বিলিয়ন ডলারেরও বেশি মার্কিন ট্যাক্স ক্রেডিট সংগ্রহ করেছে।
সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে : উপদেষ্টা
নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার চারটিসহ দেশের নদীগুলোর তালিকা করছে, যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়।
বিশ্বের কোনো শহরের বাতাসই আজ ‘অস্বাস্থ্যকর’ নয়
ঢাকার বাতাস আজও ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। টানা কয়েক দিন ধরেই এই পর্যায়ে রয়েছে শহরটির বাতাস।
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কেমন
আজ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ঢাকার বাতাসের মান সামান্য বেড়েছে, একিউআই স্কোর ৮৬ থেকে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
ঢাকার বাতাস আজও ‘মাঝারি’, দূষণে শীর্ষে কিনশাসা
বিশ্বের দূষিত শহরের তালিকার ষোড়শ স্থানে এসেছে ঢাকা। আর তালিকার শীর্ষে কঙ্গোর কিনশাসা।
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত : ভূমি উপদেষ্টা
প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষি জমি কমছে, যা খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।