বাফুফের পাশে বিজিএমইএ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগেও বিজিএমইএ’ এর শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তবে তারা কখনই এই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে পারেনি বাফুফে সমঝোতা স্মারক সাক্ষর করতে। তবে তাবিথ আওয়াল বাফুফের সভাপতি হওয়ার পর এখন বিজিএমইএও বাফুফের পাশে এসে দাঁড়িয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

Location :

Dhaka City
বাফুফের পাশে বিজিএমইএ
বাফুফের পাশে বিজিএমইএ |নয়া দিগন্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগেও বিজিএমইএ’ এর শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তবে তারা কখনই এই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে পারেনি বাফুফে সমঝোতা স্মারক সাক্ষর করতে। তবে তাবিথ আওয়াল বাফুফের সভাপতি হওয়ার পর এখন বিজিএমইএও বাফুফের পাশে এসে দাঁড়িয়েছে।

রোববার (৩০ নভেম্বর) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বাফুফের পক্ষে তাবিথ আওয়াল এবং বিজিএমইএর পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান, এর ফলে পোশাক শিল্প এবং ফুটবলের এক সাথে কাজ করার পথ তৈরী হলো। ফুটবলকে তৃনমূলে পৌঁছে দেয়ার জন্য আমি বিজিএমইয়ের সহযোগিতা কামনা করছি।

সমঝোতা স্মারক সাক্ষর হওয়ার ফলে এখন বাফুফে বিজিএমইএকে টেকনিক্যাল সার্পোট ও প্রশিক্ষণ দেবে ফুটবল ইভেন্ট আয়োজনের জন্য। পোশাক কর্মীদের রেফারিং ও কোচিংয়ে সহয়তা দেবে বাফুফে।

বাফুফে এই পোশাক শিল্পকে বৈশ্বয়িক ফোরামে প্রমোট করবে। জাতীয় দলের জার্সির জন্যও কাজ করবে বিজিএমইএ। এছাড়া পোশাক শিল্পে জড়িত কর্মচারীদের সন্তানদের তৃনমূল ফুটবলে সম্পৃক্ত করবে বাফুফে।