প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে তিতাস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
তিতাস ক্লাব ১০ খেলায় পূর্ণ ২০ পয়েন্ট পেয়ে শিরোপা জয় অক্ষুণ্ণ রেখেছে। আর বাংলাদেশ নৌবাহিনী ১৮ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে।
এবারের তিতাস ক্লাবের পক্ষে অংশ নেন যথাক্রমে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফৌজি আলম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার মো: সাইফ উদ্দীন।
শনিবার (১৩ ডিসেম্বর) শেষ রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করে। শেষ খেলায় তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে খেলাঘর দাবা সংঘের মো: রাব্বী সেলিম, শাহীনুর হক ও মো: আমিনুল হককে পরাজিত করেন। খেলাঘর দাবা সংঘের রায়ান রশিদ মুগ্ধ তিতাস ক্লাবের ফিদে মাস্টার মো: ছায়েফ উদ্দীনকে পরাজিত করেন।
এবার বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মো: শরীফ হোসেন, আন্তর্জাতিক মাস্টার মো: মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ।
বাংলাদেশ পুলিশ ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে। লিওনাইন চেস ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ ও মানহা’স ক্যাসেল ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম, সাধারণ বীমা করপোরেশন স্পোর্টিং ক্লাব ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান লাভ করে। ছয় পয়েন্ট করে নিয়ে স্পোর্টস বাংলা অষ্টম ও দীপালী মেমোরিয়াল চেস ক্লাব নবম হয়।



