ইউরোপ জয়ের মিশন আফঈদাদের

ইউরোপিয়ান দেশ আজারবাইজানের সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে আফঈদা খন্দকার প্রান্তিদের।

ক্রীড়া প্রতিবেদক
ইউরোপ জয়ের মিশন আফঈদাদের
ইউরোপ জয়ের মিশন আফঈদাদের |নয়া দিগন্ত

বলা হয়েছিল ইউরোপের দেশ তুরস্ক জাতীয় দলের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তা আর হয়নি। তবে আজ আরেক ইউরোপিয়ান দেশ আজারবাইজানের সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে আফঈদা খন্দকার প্রান্তিদের।

আজ জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় বাংলাদেশ ও আজারবাইজানের এই ম্যাচ। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে ১০৪ এ। মধ্য এশিয়ান দেশ আজারবাইজানের অবস্থান ৭৪ এ।

এই প্রথম আজারবাইজান বা ইউরোপের কোনো দেশের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। তাদের বিপক্ষে জিতলে প্রথম ইউরোপীয়ান কোনো দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। আজারবাইজার প্রথম ম্যাচে ২-০তে হারিয়েছিল মালয়েশিয়াকে।

তিনজাতি ফুটবলে বাংলাদেশ প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেছিল মালয়েশিয়ার সাথে। ফিফা র‌্যাংকিংয়ে আসিয়ান অঞ্চলের দেশটি ৯২তে অবস্থান করছে। এর আগে বাংলাদেশ তাদের ৬ গোলে হারিয়েছিল। তবে এবার গোল মিস আর ভুলের খেসারতে পিটার জেমস বাটলার বাহিনীর হারটা ছিল অপ্রত্যাশিত। কোচ পিটার জেমস বাটলারের হাইলাইন ডিফেন্স অতীতের মতোই হারের নেপথ্য।

মিশন অস্ট্রেলিয়ার অংশ হিসেবে বাফুফে এই তিনজাতি ফুটবলের আয়োজন করে। তবে প্রথম ম্যাচে হারের পর মনিকা, তহুরা, সাগরিকাদের সামনে জয়ের বাধ্যবাদকতা দাঁড়িয়েছে।

আজ তারা আজারবাইজানকে হারাতে পারলে আগের ম্যাচে হারের ক্ষতটা শুকাতে পারবে। সে সাথে র‌্যাংকিংয়েও উন্নতি ঘটাতে পারেবে।