ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে একক ও মিশ্র দ্বৈতে পদকের কোনো আশাই সৃষ্টি করতে পারেননি বাংলাদেশের শাটলাররা। তবে পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছেন বাংলাদেশের গৌরব সিং ও তানভীর জুটি এবং নাইম-মিজান জুটি।
গতকাল প্রথম সেমিফাইনালে গৌরবরা হাডাহাড্ডি লড়াইয়ে ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে হারান দেশের আরেক খ্যতিমান জুটি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুলকে।
দ্বিতীয় সেমিতে নাঈম-মিজান জুটি ২-১ সেটে হারান থাইল্যান্ডের জুটিকে। মজার বিষয় হলো ফাইনালিস্ট চারজনই সিলেটের শাটলার। আজ সিরিজের শেষদিনে বেলা তিনটা থেকে হবে সব বিভাগের ফাইনাল।
ক’দিন আগেই কানাডার টরেন্টোতে ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে ব্রোঞ্জ পদক জিতে এসেছিলেন জুমার-ওহিদুল জুটি। তবে স্বদেশের মাটিতে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন তারা।
চলমান সিরিজের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই জুটিকে। গতকাল ছিল স্বাগতিক চার জুটির কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন। তবে সন্ধ্যায় শেষ চারের লড়াইয়ে টিকে গেলেন জুমার-ওহিদুল।
এর আগে সকালে পুরুষ দ্বৈতে জুমার-ওহিদুল জুটি ২১-১৪, ২৫-২৩ পয়েন্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে, গৌরব সিংহ-তানভীর জুটি ২১-১৫, ২১-১৫ পয়েন্টে ভিয়েতনামের থান-ডান এন জুটিকে এবং রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটি ২১-১৫, ২১-১৬ পয়েন্টে ভারতের প্রদীপ কুমার- অতুল কুমার ভাইদের হারিয়ে সেমিফাইনালে উঠেন।
তবে সেমিতে উঠতে ব্যার্থ হন রিয়াদুল-তনয় জুটি। দিনাজপুরের অ্যালোরা অ্যাকাডেমির শাটলারদ্বয় ৯-২১, ১৩-২১ পয়েন্টে হার মানেন থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে। মিশ্র দ্বৈতে চ্যালেঞ্জে রৌপ্যপদক জয়ী জুমার-ঊর্মি আক্তার জুটি এবার সেমিফাইনালে উঠতে ব্যার্থ হন।



